Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪,

ফিলিপাইনে স্বর্ণখনি ধসে প্রাণ গেল ৫৪ জনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০৯:৫৫ এএম


ফিলিপাইনে স্বর্ণখনি ধসে প্রাণ গেল ৫৪ জনের
ছবি: রয়টার্স

ফিলিপাইনের দাভাও প্রদেশের দে ওরোর মাকো শহরের কাছে একটি স্বর্ণখনিতে ধসের ঘটনায় সেখান থেকে ৫৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৬৩ জন বলে খবর পাওয়া গেছে।

দাভাও দে ওরো প্রদেশ প্রশাসনের কর্মকর্তা এডওয়ার্ড ম্যাকাপিলি রবিবার বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানান, গত ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ধস নামে ওই স্বর্ণখনিতে। তার কিছু সময় পরই উদ্ধার তৎপরতা শুরু করেন দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা।

ম্যাকাপিলি বলেছেন, দুর্যোগ মোকাবিলা বিভাগের ৩শ’রও বেশি কর্মী ওই খনিতে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। গত ৫ দিনে ৫৪ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ধারণা করা হচ্ছে, কাদা-জঞ্জালের স্তূপের নিচে এখনও আটকা পড়ে আছেন অন্তত ৬৩ জন মানুষ।

ইএইচ

Link copied!