ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২, ২০২৫, ১১:০৭ এএম

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ২০০ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজার মোট প্রাণহানি ৫০,৪০০ জনে পৌঁছেছে।

মঙ্গলবার বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আহত আরও ১৮৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যা সংঘাত শুরুর পর মোট আহতের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৫৮৩-তে পৌঁছেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকা অনেক মানুষের এখনো উদ্ধার হয়নি, কারণ উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং প্রায় দুই মাস ধরে গাজায় তুলনামূলক শান্তি বিরাজ করছিল। তবে গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে মতবিরোধের জেরে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ইসরায়েল ফের বিমান হামলা শুরু করে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বর্বর আক্রমণের ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন এবং অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে নতুন করে চালানো ইসরায়েলি বিমান হামলায় ১ হাজার ৪২ ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ৫০০-এর বেশি আহত হয়েছেন। এই হামলা কার্যত চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে সম্পূর্ণভাবে ভঙ্গ করেছে।

অবরুদ্ধ গাজার মানবিক সংকট ক্রমশ চরমে পৌঁছাচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের এই হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে বলে সমালোচনা চলছে।

ইএইচ

Link copied!