ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়েছে ভারতীয় সেনাবাহিনী, দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

মে ৭, ২০২৫, ১১:০৫ এএম

সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়েছে ভারতীয় সেনাবাহিনী, দাবি পাকিস্তানের

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা দিন দিন আরও বিস্তৃত আকার ধারণ করছে। বুধবার (৭ মে) পাকিস্তানের দাবি, ভারতীয় সেনারা কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার (LoC) এক সামরিক চৌকিতে ‘সাদা পতাকা’ উত্তোলন করেছে—যা আন্তর্জাতিকভাবে আত্মসমর্পণের প্রতীক হিসেবে পরিচিত। এ দাবিকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতি ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লেখেন, “প্রথমে তারা (ভারত) হামলার তদন্ত এড়িয়ে গিয়েছিল, এখন যুদ্ধের মাঠ থেকেও পালিয়ে যাচ্ছে।” পাকিস্তান সরকারও তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে সাদা পতাকা উত্তোলনের দাবি পুনরায় তুলে ধরে।

তবে আল জাজিরা নিজস্বভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।

এর আগে ভারত পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালালে পাল্টা জবাবে পাকিস্তানও প্রতিক্রিয়ামূলক সামরিক অভিযান শুরু করে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে: ৩টি ফ্রান্সের তৈরি রাফাল জেট, ১টি মিগ-২৯, ১টি সুখোই এসইউ-৩০।

চৌধুরী আরও জানান, এসব বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করলে সেগুলোকে লক্ষ্যবস্তু বানানো হয়। একইসঙ্গে কাশ্মীর সীমান্তে তীব্র গুলি বিনিময় চলছে এবং পাকিস্তান বিমান বাহিনী (PAF) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটক করা হয়েছে। সেই সঙ্গে পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় ব্রিগেড সদরদপ্তরেও হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের মৃত্যু ঘটলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর থেকে নিয়ন্ত্রণরেখা জুড়ে ভারী গোলাগুলি ও ক্ষেপণাস্ত্র হামলা চলতে থাকে।

বিআরইউ

Link copied!