মে ৭, ২০২৫, ০১:১২ পিএম
পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ৭০ জনকে হত্যার দাবি করেছে ভারত। সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বুধবার (৭ মে) এ খবর জানিয়েছে।
ওই সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘পহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে ভারত এই হামলা চালিয়েছে। অপারেশন সিন্দুর সামরিক প্রতিশোধের চেয়েও বেশি কিছু ছিল। ২৪টি সুনির্দিষ্টভাবে সমন্বিত ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ভারত প্রমাণ করেছে যে তারা আর সীমান্ত সন্ত্রাসবাদ সহ্য করবে না, এমনকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সহযোগিতাও সহ্য করবে না।’
বুধবার (৭ মে) ভোরে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তান ভারতে যে হামলা শুরু করেছে তার নাম দিয়েছে ‘অপারেশন সিন্দুর’। পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদসহ নয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলায় কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন।
এদিকে পাকিস্তান সেনাবাহিনী এরইমধ্যে এর বদলা নিতে শুরু করেছে। সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
এছাড়া জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি বাহিনীর গুলি এবং কামানের গোলার আঘাতে ১০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুই শিশুও রয়েছে। ভারতীয় সেনাবাহিনী বলছে, নিহত সবাই বেসামরিক নাগরিক।
তবে পাকিস্তানকে ‘আনুপাতিক জবাব` দেয়া হয়েছে বলে উল্লেখ করেছে ভারতীয় সেনাবাহিনী।
বিআরইউ