ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ফ্রান্সে সৈকত, পার্ক ও স্কুলের কাছে ধূমপান নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক   

আন্তর্জাতিক ডেস্ক   

মে ৩০, ২০২৫, ০৬:৫৯ পিএম

ফ্রান্সে সৈকত, পার্ক ও স্কুলের কাছে ধূমপান নিষিদ্ধ

শিশুরা নিয়মিত যায় এমন খোলা জায়গায় ফ্রান্স ধূমপান নিষিদ্ধ করতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য ও পরিবার বিষয়ক মন্ত্রী ক্যাতরিন ভোত্রাঁ।

এ বছরের ১ জুলাই থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। নিষেধাজ্ঞার আওতায় যেসব স্থান পড়ছে তার মধ্যে সৈকত, পার্ক, সরকারি বাগান, স্কুলের বাইরে, বাস স্টপ ও খেলাধুলার স্থানও রয়েছে।

“যেখানে শিশুরা থাকবে সেখানে তামাককে উধাও করে ফেলতে হবে। যেখানে শিশুর নির্মল বাতাসে শ্বাস নেওয়ার স্বাধীনতা শুরু হয়, সেখানে ধূমপানের স্বাধীনতা শেষ হতে হবে,” বৃহস্পতিবার রাতে ফরাসী দৈনিক ওয়েস্ত-ফ্রঁসকে দেওয়া সাক্ষাৎকারে ভোত্রাঁ এমনটাই বলেছেন বলে জানিয়েছে বিবিসি।

নিষেধাজ্ঞা লংঘন করলে গুনতে হবে ১৩৫ ইউরো জরিমানা। ক্যাফে ও বারের আশপাশের খোলা জায়গা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে, বলেছেন ফ্রেঞ্চ মন্ত্রী।

ইলেকট্রনিক সিগারেট এই নিষেধাজ্ঞার বাইরে রয়েছে। তবে ভোত্রাঁ বলেছেন, তিনি এই ধরনের সিগারেটে নিকোটিনের পরিমাণ সীমিত করার জন্য কাজ করছেন।

ফ্রেঞ্চ মনিটরিং সেন্টার ফর ড্রাগস অ্যান্ড ড্রাগ এডিকশনের হিসাব অনুযায়ী, ফ্রান্সের জনসংখ্যার ২৩ দশমিক ১ শতাংশ দৈনিক ধূমপান করে। এটা এখন পর্যন্ত সবচেয়ে কম। ২০১৪ সালে দেশটিতে দৈনিক ধূমপায়ীর সংখ্যা ছিল এখনকার চেয়ে ৫ শতাংশ বেশি।

ফ্রান্সের ন্যাশনাল কমিটি এগেইনস্ট স্মোকিং জানিয়েছে, দেশটিতে প্রতি বছর তামাকজনিত কারণে ৭৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়, যা সব ধরনের মৃত্যুর ১৩ শতাংশ।

ফ্রান্সে ২০০৮ সাল থেকেই রেস্তোরাঁ ও নাইটক্লাবের মতো স্থাপনায় ধূমপান নিষিদ্ধ।

আরএস

Link copied!