ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ইন্দোনেশিয়ায় খনিতে পাথর ধসে নিহত অন্তত ১৩

আন্তর্জাতিক ডেস্ক   

আন্তর্জাতিক ডেস্ক   

মে ৩১, ২০২৫, ০৩:০৬ পিএম

ইন্দোনেশিয়ায় খনিতে পাথর ধসে নিহত অন্তত ১৩
পাথর ধসে তিনটি খননযন্ত্রসহ বেশকিছু ভারী যন্ত্রপাতিও চাপা পড়েছে। ছবি: ইনস্টাগ্রাম/রয়টার্স

ইন্দোনেশিয়ার ওয়েস্ট জাভায় একটি চুনাপাথরের খনিতে পাথর ধসে পড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে সেখানকার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে।

পাথরের নিচে চাপা পড়া লোকজনকে উদ্ধারে অভিযান এখনও চলছে।

শুক্রবার চিরেবোনের ওই খনিতে এই ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তাদের প্রতিবেদনে নিহত ১০ এবং আহত ৬ বলা হলেও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থা ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বড় বড় পাথরখণ্ড সরাতে খননযন্ত্রগুলো কাজ করছে। উদ্ধারকর্মীরা মরদেহভর্তি ব্যাগ অ্যাম্বুলেন্সে সরিয়ে রাখছেন।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, পাথর ধসে তিনটি খননযন্ত্রসহ বেশকিছু ভারী যন্ত্রপাতিও চাপা পড়েছে।

তবে পাথরের নিচে এখনো কতজন চাপা পড়ে আছে, সে বিষয়ে কিছু জানায়নি তারা।

ওয়েস্ট জাভার গভর্নর দেদি মুলইয়াদি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বলেছেন, খনিটি ‘বিপজ্জনক’ ছিল এবং সেখানে ‘শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে’ পর্যাপ্ত ব্যবস্থা ছিল না।

যে কোম্পানি খনিটি পরিচালনা করছিল তাদের কাজের বৈধতা থাকলেও তারা ‘নিরাপত্তা মানদণ্ড’ পূরণ করতে ব্যর্থ হওয়ায় দুর্ঘটনার পর খনিটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় সাড়ে ৯টার দিকে চিপানাস গ্রামে অবস্থিত ওই খনিতে আচমকা পাথর ধসে পড়ে।

“এখন পর্যন্ত ১৩টি লাশ উদ্ধার করা হয়েছে, ভেতরে সম্ভবত ৫-৬ জন চাপা পড়ে আছে। এ সংখ্যা বদলেও যেতে পারে,” প্যারিসভিত্তিক ওই বার্তা সংস্থাকে বলেছেন চিরেবোন দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান দেনি নুরসাহিয়া।

আরএস

Link copied!