ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর 

আন্তর্জাতিক ডেস্ক   

আন্তর্জাতিক ডেস্ক   

জুন ২, ২০২৫, ০৩:৩১ পিএম

ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর 
ওমানে বসবাসরত প্রবাসীদের সাধারণ ক্ষমার পাশাপাশি তাদের বৈধ হওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস। ছবি: সংগৃহীত

ওমানে বসবাসরত প্রবাসীদের সাধারণ ক্ষমার পাশাপাশি তাদের বৈধ হওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস। সোমবার (২ জুন) ওমান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশটির সালালাহ’য় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওমান সরকারের সাধারণ ক্ষমার আওতায় জরিমানা ছাড়া প্রবাসীদের ভিসা নিয়মিত করার সুযোগ দেয়া হয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাস কর্তৃক অগ্রাধিকার ভিত্তিতে পাসপোর্ট এনরোলমেন্ট সেবা প্রদানের লক্ষ্যে খুব শিগগিরিই সালালাহ’য় একটি কনস্যুলার ট্যুরের পরিকল্পনা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রয়্যাল ওমান পুলিশ (আরওপি) কর্তৃক ওই কনস্যুলার ট্যুর সু-শৃঙ্খলভাবে সম্পন্ন করা এবং জনসমাগম একটি নির্দিষ্ট সংখ্যার মধ্যে সীমাবদ্ধ রাখার অনুরোধের প্রেক্ষিতে https://forms.gle/22srf2kcJDJXn36J9 এই লিংকে একটি সেবা প্রদান সহায়ক তথ্য ফর্ম প্রস্তুত করা হয়েছে। এই অবস্থায় শুধুমাত্র সালালাহ’য় শিগগিরই অনুষ্ঠিতব্য কনস্যুলার ট্যুরের সময়ে নতুন ই-পাসপোর্ট এলরোলমেন্ট সম্পন্ন করতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিদের লিংকটি ব্যবহার করে (একবারের বেশি নয়) সংযুক্ত ফর্মটি পূরণের জন্য অনুরোধ জানানো হচ্ছে।

দূতাবাস জানায়, ওই ফর্মে দেয়া তথ্যের আলোকে সালালহ’য় পাসপোর্ট এনরোলমেন্টের জন্য মনোনীত নির্দিষ্ট সংখ্যক সেবা প্রার্থীর নাম অথবা পাসপোর্ট নম্বর, এনরোলমেন্টের তারিখ ও সিরিয়াল নম্বরসহ তালিকা প্রস্তুত করে দূতাবাসের ফেসবুক পেইজের মাধ্যমে জানানো হবে। উল্লেখ্য, ওই সিরিয়াল বা ক্রম অনুসারে পাসপোর্ট এনরোলমেন্ট কার্যক্রম সম্পন্ন করা হবে।

এছাড়াও সংযুক্ত লিংকে প্রদত্ত ফর্মটিতে সঠিক তথ্য দেয়ার পাশাপাশি ফর্মটি সময়মতো পূরণের জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে কেউ মিথ্যা বা বিভ্রান্তিকর কিংবা ভুল তথ্য দিলে তার এনরোলমেন্ট পেতে অসুবিধা হবে বলেও সতর্ক করেছে দূতাবাস।

আরএস

Link copied!