জুন ১৪, ২০২৫, ০২:৫৫ পিএম
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের রাজধানী তেহরানের একটি আবাসিক কমপ্লেক্সে প্রায় ৬০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০টি শিশুও রয়েছে।
এর আগে, গতকাল শুক্রবার (১৩ জুন) জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছিলেন, ইসরায়েলের প্রথম দফা হামলায় ৭৮ জন নিহত এবং ৩২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই বেসামরিক নাগরিক। এর মধ্যে নারী ও শিশুও রয়েছে।
ইরানের পক্ষ থেকে দেশের নাগরিকদের প্রতিরক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি জনগণকে তাঁদের সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ইসরায়েল শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা শুরু করে। ইসরায়েলের এই ‘অপারেশন রাইজিং লায়ন’- এর জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
বিআরইউ