Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

নির্বাচনের আগেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নভেম্বর ২৫, ২০২৩, ১০:২০ এএম


নির্বাচনের আগেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরের দাবিতে আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (২৪ নভেম্বর) সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দিয়েছে পুলিশ। বাধা পাওয়ার পর শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে বসে অবস্থান ধর্মঘট পালন করে। অবস্থান কর্মসূচিতে তারা প্রতিবাদী গান এবং  কবিতা আবৃত্তি করছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করে ৩০ বছর থেকে ৩৫ বছর করার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন টিকিয়ে রেখেছেন। সরকার বিভিন্ন সময় আশ্বাস দিলেও প্রতিশ্রুতি রাখেন নি।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হন। সেখান থেকে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল নিয়ে নীলক্ষেত মোড় অবরোধ করতে গেলে নীলক্ষেত মোড়ের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র তোরণের গেটে ব্যারিকেড় দিয়ে পুলিশ তাদের কে আটকে দেয়। সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেছে। তারা এ সময় চাকরির বয়স ৩৫ করার লক্ষ্যে নানা ধরনের স্লোগান দিতে থাকে। এ সময় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আবদুর রহমান খোকন, ঊর্মি সিদ্দিকা প্রমুখ।

আন্দোলনের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আবদুর রহমান খোকন বলেন, ‘শিক্ষার্থীরা আর কতকাল রাজপথে আন্দোলন করবে? আপনি মানবতার মা। আপনি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছেন। আজকের শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। তাই আপনার নির্বাচনী ওয়াদা ৩৫ পূরণ করুন। নির্বাচনের আগেই সরকারী চাকুরীতে প্রবেশের সময় ৩৫ বছর করতে হবে।’

এআরএস

Link copied!