Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

হাইকোর্টে প্রতিবেদন

পাচার অর্থ ফেরাতে চুক্তির উদ্যোগ বিএফআইইউ’র

অর্থনৈতিক প্রতিবেদক

অক্টোবর ২৫, ২০২২, ০৬:৪৬ পিএম


পাচার অর্থ ফেরাতে চুক্তির উদ্যোগ বিএফআইইউ’র

অর্থপাচার রোধ ও পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুরসহ ছয় থেকে সাতটি দেশের সঙ্গে আইনগত সহায়তা চুক্তির কার্যক্রম চলমান আছে। হাইকোর্টে দাখিল করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

হেড অব বিএফআইইউয়ের (প্রধান কর্মকর্তা) মো. মাসুদ বিশ্বাসের সই করা প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইনগত সহায়তা চুক্তির পাশাপাশি অর্থপাচার রোধে রিসার্চ সেল গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়কে এমএলএ চুক্তি সইয়ের অনুরোধ করা হয়েছে ওই প্রতিবেদনে ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) হাইকোর্টে বিএফআইইউ এ প্রতিবেদন জমা দেয়। আদালতের নির্দেশে বিএফআইইউ এ প্রতিবেদন তৈরি করেছে।

আগামীকাল ২৬ অক্টোবর হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক প্রতিবেদনটি উপস্থাপন করবেন।

এবি

Link copied!