Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

কোতয়ালী রাজস্ব সার্কেলে ভূমি বিরোধ নিষ্পত্তির গণশুনানি

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১৮, ২০২৩, ০৬:১৪ পিএম


কোতয়ালী রাজস্ব সার্কেলে ভূমি বিরোধ নিষ্পত্তির গণশুনানি

ঢাকা জেলা প্রশাসনের কোতয়ালী রাজস্ব সার্কেলে প্রথমবারের মতো ভূমি বিরোধ নিষ্পত্তির গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।  

রাজস্ব সার্কেল প্রাঙ্গণে বুধবার (১৮ জানুয়ারি) সকালে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে ভূমি সংক্রান্ত নানাবিধ সমস্যা নিয়ে আবেদনকারীর আইনজীবি ও বিবাদি আইনজীবীরা এবং সাধারণ মানুষ অংশ নেন। এসময় নামজারীসহ মোট ৪১টি নথি উপস্থাপন করা হয়। এর মধ্যে নিয়মিত মামলা ১৬টি, মামলার রায় হয়েছে ২টির আর প্রতিবেদন ও সমনজারী হয়েছে ১৪টির।

শুনানিতে অংশ নিয়ে মামলার বাদী আইরিন আক্তার (৩৮) আমার সংবাদকে বলেন, আমার স্বামী আবদুর রাজ্জাক ২০১৯ সালের এপ্রিল মাসে মারা যাওয়ার পর আমার দেবর ও তার পরিবার স্বামীর বাড়ী থেকে উচ্ছেদ করতে প্রতিনিয়ত নির্যাতন করছে। ২ সন্তান নিয়ে বিপদে পড়েছি।

এই মামলার বিবাদী আইনজীবি আবুবকর সিদ্দিক জানান, এটি বিলম্ব প্রক্রিয়া।

অন্য মামলার বাদী সাইলি বেগম (৫৫) বলেন, ধোলাইপাড় থেকে এসেছি, ২ বছর আগে নামজারির আবেদন করে এখনও সমাধান পাইনি।

কোতয়ালী রাজস্ব সার্কেল ভূমি সহকারী কমিশনার লাভলী ইয়াসমিন আমার সংবাদকে বলেন, গণশুনানিতে সাধারণ মানুষের স্বতঃস্ফুর্ত আগ্রহ দেখলাম। তাদের সমস্যাগুলো শুনলাম। ডিসি স্যারের পরামর্শে এখন থেকে প্রতি বুধবার নিয়মিত এ গণশুনানি হবে।

কেএস 
 

Link copied!