Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

আইনমন্ত্রী

শ্রম আইন দ্বাদশ সংসদে উঠবে আবার

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ৬, ২০২৩, ০৬:১৮ পিএম


শ্রম আইন দ্বাদশ সংসদে উঠবে আবার
ছবি: সংগৃহীত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শ্রম সংশোধনী আইনে টাইপিং ভুল থাকায় রাষ্ট্রপতি সংসদে ফেরত পাঠিয়েছেন। দ্বাদশ সংসদে আইনটি সংশোধনী আকারে আবার উঠবে। বুধবার (৬ ডিসেম্বর) তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, শ্রম আইন সংসদে পাস হওয়ার পর দেখা যায় টাইপিংয়ে ভুল আছে। এছাড়া শ্রম আইনে সরকার শ্রমিকদের যে অধিকার দিতে চাচ্ছিল, সেটা অসতর্কতাবশত প্রিন্টিংয়ে ভুল হয়ে গেছে। সংসদে তখন অনেক বিল ছিল, তাই তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে। এটি সংশোধন করার জন্য আবার সংসদে যেতে হবে। তবে তফসিল হয়ে যাওয়ায় এখন আর সংসদ বসবে না, তাই আগামীতে এটি সংশোধন করা হবে।

এছাড়া মালিক পক্ষ শ্রমিকদের ওপর বেআইনি আচরণের যে পানিশমেন্ট সেখানেও ত্রুটি হয়ে গেছে বলে জানান মন্ত্রী।

মার্কিন শ্রমনীতি প্রসঙ্গে তিনি বলেন, তারা সতর্ক করতেই পারে, এটা তেমন কিছু নয়। এর সাথে বাংলাদেশের শ্রম আইনের কোনো সম্পর্ক নেই।

আরএস

Link copied!