ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
Amar Sangbad

সাবেক ডিবিপ্রধান হারুনের শ্বশুরের জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৫, ২০২৫, ০৮:৩৯ পিএম

সাবেক ডিবিপ্রধান হারুনের শ্বশুরের জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ

ডিবি পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের শ্বশুর মো. সোলায়মানের নামে রাজধানীর উত্তরা আবাসিক এলাকায় থাকা ৮ দশমিক ৬০ কাঠা জমি ও জমিতে অবস্থিত ইমারত জব্দের আদেশ দিয়েছেন আদালত।

এছাড়া তার নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাবের ৫৯ লাখ ৬২ হাজার ৯০৩ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন (গালিব) এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। আবেদন মঞ্জুরের পক্ষে শুনানি করেন সংস্থাটির পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

এছাড়া দুদকের মামলা চলমান থাকায় ডিবি হারুনের ঘনিষ্ঠ সহযোগী শাহরিয়ারের দুই ব্যাংক হিসাবে থাকা দুই লাখ ৯৮ হাজার ৭২১ টাকা অবরুদ্ধের আদেশ দেন একই আদালত।

হারুনের শ্বশুর সোলায়মানের সম্পদ জব্দের আবেদনে বলা হয়, মোহাম্মদ হারুন অর রশিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে নিজ নামে, স্ত্রী শিরিন আক্তার, নিকট আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে দেশে-বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। তার ঘনিষ্ঠদের অন্যতম তার শ্বশুর মো. সোলায়মান। তিনি হারুন অর রশীদের সহযোগী হিসেবে কাজ করেন এবং তার নামে-বেনামে, দেশে-বিদেশে অনেক সম্পদ রয়েছে, যা হারুন অর রশীদের বেনামি সম্পদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, তার নামীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা করতে পারলে অত্র অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা রুজু, আদালতে চার্জশিট দাখিল, আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে। তাই, উল্লিখিত এসব স্থাবর সম্পত্তিসমূহ জব্দ ও অস্থাবর সম্পত্তিসমূহ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

শাহরিয়ারের আবেদনে বলা হয়, তদন্তকালে দেখা যায় যে, আসামি এ বি এম শাহারিয়ার ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখার এবং আসামি মোহাম্মদ হারুন অর রশীদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধানের পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আসামি শাহরিয়ারের অপরাধে প্রত্যক্ষ সহায়তা করায় মামলা রুজু করা হয়েছে।

তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, আসামি তার মালিকানাধীন ও স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা করতে পারলে অত্র মামলার বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে। মামলা তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিলের পর বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তের সুবিধার্থে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

আরএস

Link copied!