Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

আমি নিম্নবিত্ত

সাহিদুল ইসলাম ভূঁইয়া

মে ৯, ২০২২, ০৪:৫৮ পিএম


আমি নিম্নবিত্ত

আমি নিম্নবিত্ত। 
আমার একটি ছোট ঘর আছে;
তবে তার চালা নেই। 
আমার রান্না করার হাড়ি আছে,
তবে খাবার থালা নেই। 

থালা! তা দিয়ে আবার হবে কী? 
আমি দিন আনি দিন খায়
আর কাজ না পেলে
এবেলা জোটে ভাত, তো ওবেলা পেটে হাত। 

হ্যাঁ, আমি নিম্নবিত্ত। 
আমি ভ্যান চালক, আমি শ্রমিক,
আমি দিন মজুর, আমি কৃষক,
আমার আয় রোজগার কম,
আমার রোগা পাতলা দেহ,
আমি সমাজের তথা কথিত ছোটলোক। 

নেই আমার কিছুই নেই। 
আমার অসুস্থতার পথ্য নেই,
আমার ক্লান্তির কোনো বিশ্রাম নেই,
আমার স্বাদ আছে বটে তার সাধ্য নেই। 

নেই আমার কোনো অক্ষর জ্ঞান,
নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা,
আমি দিন রাত ফেলি মাথার ঘাম
তবু হাত পেতে করি না ভিক্ষা। 

হ্যাঁ, আমিও মানুষ। 
আমার স্বপ্ন দেখার স্বাদ জাগে তবে দেখি না। 
আমার স্বপ্ন যে দেখবার আগেই ভেঙে যায়
আমি শিশুকাল থেকে করি পরিশ্রম;
তবুও কেন অভাব অনটন থেকে যায়?  

পরিশেষে,
আমি আজকাল খুব  ভয়ে ভয়ে থাকি
কবে এই নিম্নবিত্তের দেহ থেকে হায়
প্রাণ পাখিটা গো উড়ে যায়।

লেখক: মো: আলফাজ উদ্দিন, শিক্ষার্থী- রাজশাহী বিশ্ববিদ্যালয়। 

Link copied!