Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

আগামীকাল থেকে বৃষ্টি কমতে পারে

সাহিদুল ইসলাম ভূঁইয়া

আগস্ট ১৬, ২০২৩, ০২:৪৭ পিএম


আগামীকাল থেকে বৃষ্টি কমতে পারে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বিকেলে ঢাকা ও আশেপাশের কিছু এলাকায় বৃষ্টির পর আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে বৃষ্টির পরিমাণ কমতে পারে।

বুধবার (১৬ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ১৮ আগস্ট পর্যন্ত বৃষ্টির পরিমাণ কমে যাবে, এরপর ২০ আগস্ট থেকে আবারও বাড়তে পারে। আজকে মূলত ঢাকা ও আশেপাশের কিছু এলাকায় এবং রংপুরে বৃষ্টি হচ্ছে। তবে ঢাকায় যে বৃষ্টিপাত হচ্ছে সেটার পরিমাণ খুব বেশি নয়। ঢাকায় আজ এক মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আগের চেয়ে বৃষ্টি কম হবে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এআরএস

Link copied!