Amar Sangbad
ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫,

অবৈধ বালু উত্তোলন

বরিশালে ৫৩ ড্রেজার, ৩৬ বাল্কহেড জব্দসহ ৬ জন আটক

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

মে ১১, ২০২৫, ০৬:২৬ পিএম


বরিশালে ৫৩ ড্রেজার, ৩৬ বাল্কহেড জব্দসহ ৬ জন আটক

বরিশালের হিজলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে বাংলাদেশ কোস্ট গার্ড এক বিশেষ অভিযানে ৫৩টি ড্রেজার, ৩৬টি বাল্কহেড, নগদ ১ কোটি ১২ লাখ ৯৮ হাজার ২৪০ টাকা, ২০ গ্রাম গাঁজা এবং চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি স্পিডবোট জব্দ করেছে। অভিযানে জড়িত ৬ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ রোববার (১১ মে) বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১০ মে সকাল ৯টা থেকে ১১ মে মধ্যরাত পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোনের আওতাধীন বিসিজি স্টেশন ইলিশা, কালীগঞ্জ ও হিজলার যৌথ টহল দল হিজলা থানাধীন সাওরারচড় সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন—আবুল বাসেদ, মাসুদ হোসেন, মো. মহিউদ্দিন, রাব্বিল দেওয়ান, জান্নাতুল বাকি ও মো. সৈকত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিলেন।

জব্দকৃত মালামাল, নগদ অর্থ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানায়, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ড সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

আরএস

Link copied!