Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪,

বিদেশি প্রভাবে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে না: পররাষ্ট্রমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১১, ২০২২, ০৮:৪৭ পিএম


বিদেশি প্রভাবে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বিদেশি প্রভাব কিংবা অভ্যন্তরীণ ষড়যন্ত্র জাতীয় নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না।

রোববার (১১ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় এ সেমিনারের আয়োজন করে।

ড. এ কে আবদুল মোমেন বলেন, নির্বাচন নিয়ে বিদেশি হস্তক্ষেপ ও দেশীয় ষড়যন্ত্রকে সরকার সফল হতে দেবে না। বিদেশি প্রভাব বা অভ্যন্তরীণ ষড়যন্ত্র কোনো কিছুই দেশের সাংবিধানিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের গুমের ঘটনার ভুল তথ্য উপস্থাপন করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। এতে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে।

দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত মানবাধিকার পরিস্থিতি এবং আন্তর্জাতিক শক্তির প্রতিক্রিয়া নিয়ে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে একাধিক দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

এবি

Link copied!