Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

কারামুক্ত হলেন রিজভী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৫, ২০২৩, ০৬:০৪ পিএম


কারামুক্ত হলেন রিজভী

দীর্ঘ ১৪০ দিন কারাভোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

রিজভীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, রিজভীর বিরুদ্ধে ৫০টি মামলা ছিল। সব মামলায় আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। 

জামিননামা পৌঁছানোর পর আজ বিকেল ৪টা ১৫ মিনিটে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি

পান।

গত বছরের ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে সেখানে অনেক ককটেল পাওয়ার কথা জানায় পুলিশ। 

সেখান থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে কারাগারে আটক ছিলেন তিনি।

এইচআর

Link copied!