Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

আইনমন্ত্রী

কূটনৈতিক সম্পর্ক অবনতির আশঙ্কা নেই

আইনমন্ত্রী

আইনমন্ত্রী

জানুয়ারি ২২, ২০২৪, ০৬:১২ পিএম


কূটনৈতিক সম্পর্ক অবনতির আশঙ্কা নেই

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সংকটের কোনো সম্ভাবনা দেখছেন না আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার (২২ জানুয়ারি) ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এই কথা জানান।

মন্ত্রী বলেন, নির্বাচনের আগে বিভিন্ন মহলে একাধিক দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক টানাপোড়েনের যে শঙ্কা ছিল, নির্বাচনের পর তা কেটে গেছে।

হাইকমিশনারের সঙ্গে বৈঠক ইস্যুতে আইনমন্ত্রী বলেন, আজ বিশেষ একটি বিষয়ে আলাপ করেছি। সেটা হলো ভারতের ভূপালে একটা ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি আছে, সেখানে আমাদের ১২০৬ জুডিশিয়াল অফিসার ট্রেনিং নিচ্ছেন। আরও প্রায় দুই হাজার ট্রেনিং নেবেন।

নিরাপত্তা বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, আজকে সে বিষয়ে কোনো আলোচনা হয়নি।

বৈঠকের বিষয়ে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, কূটনৈতিক সম্পর্কের যাবতীয় বিষয় নিয়েই কথা হয়েছে। বিশেষ করে কথা হয়েছে দুই দেশের জুডিশিয়ারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন নিয়ে, যেখানে পারস্পরিক জ্ঞান ও জানাশোনা বিনিময় হবে।

আরএস

 

Link copied!