Amar Sangbad
ঢাকা বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪,

সমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ১৭, ২০২৪, ০৩:৩৪ পিএম


সমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত আজকের সমাবেশে যোগ দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়া পল্টনে আসতে থাকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেলের নেতৃত্বে একটি মিছিল সমাবে উপস্থিত হয়।

এসময় কেন্দ্রীয় ছাত্রদলের আরেক সহ-সভাপতি ইব্রাহিম খলিল ফিরোজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, কবি নজরুল কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, ঢাকা মহানগর পূর্ব, দক্ষিণ, উত্তর ও পশ্চিমে সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

এসময় তাঁদেরকে তারেক রহমানের প্রত্যাবর্তন ও শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের ফাঁসির দাবিতে স্লোগান দিতে দেখা যায়।

বিআরইউ

Link copied!