Amar Sangbad
ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫,

নাহিদ ইসলাম

উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৪, ২০২৫, ০১:২৪ পিএম


উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম, এনসিপির সঙ্গে যুক্ত নন। তারা যদি রাজনীতি ও নির্বাচন করতে চান, তবে সরকারে থেকে তা করা সম্ভব নয়। তখন তারা সরকার থেকে বের হয়ে নিজেদের মতো সিদ্ধান্ত নেবেন।

শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম আরও জানান, দুই ছাত্র উপদেষ্টা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে গিয়েছিলেন এবং এনসিপির সঙ্গে তাদের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই। তথাপি তাদের জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে, যা উদ্দেশ্যমূলক এবং তাদের হেয় করার চেষ্টা বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, আশা করা যায় তারা গণঅভ্যুত্থানের বৈধতা ও আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে সকল উপদেষ্টার সঙ্গে সমন্বিতভাবে কাজ করবেন।

সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

বিআরইউ

Link copied!