Amar Sangbad
ঢাকা সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০

আগামী বছরের হজের কোটা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২২, ২০২৩, ১১:১৫ এএম


আগামী বছরের  হজের কোটা ঘোষণা

২০২৪ সালের হজের কোটা ঘোষণা করেছে সৌদি সরকার। আগামী বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে মক্কায় যেতে পারবেন।

বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চাঁদ দেখা সাপেক্ষে হিজরি ১৪৪৫/২০২৪ সনের হজ আগামী বছরের ১৭ জুন অনুষ্ঠিত হবে। এজন্য সৌদি সরকার কর্তৃক বাংলাদেশকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর কোটা বরাদ্দ দেওয়া হয়েছে।

এরমধ্যে সরকারিভাবে ৯ হাজার ৯৬৮ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে এক লাখ ১৩ হাজার ৪০০ জন হজ করতে যেতে পারবেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ ছাড়া গাইড ও মোনাজ্জেম থাকবেন ৩ হাজার ৬০০ জন।

এর আগে, চলতি বছর বাংলাদেশের জন্য হজের ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা ছিল। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জনের কোটা ছিল। কিন্তু বেশ কয়েকবার নিবন্ধনের সময় বাড়িয়েও সেই কোটা পূরণ করা সম্ভব হয়নি।

এইচআর

Link copied!