ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

বিপিএলে কে কোন দলে খেলবেন দেখে নিন

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২৩, ২০২২, ০৮:০৬ পিএম

বিপিএলে কে কোন দলে খেলবেন দেখে নিন

সব ফ্র্যাঞ্চাইজি দলে ভিড়িয়েছিল এক ঝাঁক বিদেশি খেলোয়াড়। দেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ ছিল স্রেফ একজন করে। সেই সরাসরি চুক্তিতে দল পাননি লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। প্লেয়ার্স ড্রাফটে প্রথম ডাকেই অবশ্য তাদের টেনে নিয়েছে দলগুলো। তবে ড্রাফটেও দল পাননি ‘সি’ ক্যাটাগরিতে থাকা জাতীয় দলের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

রাজধানীর একটি অভিজাত হোটেলে বুধবার (২৩ নভেম্বর) বেলা ১২টার পর শুরু হয় বিপিএলের নবম আসরের প্লেয়ার্স ড্রাফট। ন্যুনতম ১০ জন করে দেশি খেলোয়াড় নিয়েছে প্রতিটি দল। বিদেশি খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা রাখা হয়নি এবার। 

আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য বিপিএলের সাত দলের তারকা খেলেয়াড়দের নাম।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সরাসরি চুক্তি: মুস্তাফিজুর রহমান, শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), হাসান আলী (পাকিস্তান), খুশদিল শাহ (পাকিস্তান), মোহাম্মদ নবী ও আবরার আহমেদ (পাকিস্তান)।

ড্রাফট থেকে: লিটন দাস, মোসাদ্দেক হোসেন, তানভীর ইসলাম, ইমরুল কায়েস, আশিকুর জামান, জাকের আলি অনিক, শন উইলিয়ামস (জিম্বাবুয়ে), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), সৈকত আলী, আবু হায়দার রনি, নাঈম হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ ও মাইদুল ইসলাম অংকন।

ঢাকা ডমিনেটরস

সরাসরি চুক্তি: তাসকিন আহমেদ, চামিকা করুণারত্নে (শ্রীলঙ্কা) ও দিলশান মুনাভিরা (শ্রীলঙ্কা)। 

ড্রাফট থেকে: মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরীফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল আমিন হোসেন, শান মাসুদ (পাকিস্তান), আহমেদ শেহজাদ (পাকিস্তান), অলক কাপালি, মনির হোসেন খান, আরিফুল হক, মুক্তার আলী, মিজানুর রহমান ও দেলোয়ার হোসেন।  

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

সরাসরি চুক্তি: আফিফ হোসেন, বিশ্ব ফার্নান্দো (শ্রীলঙ্কা), কার্টিস ক্যাম্ফার (নেদারল্যান্ডস) ও আশান প্রিয়ঞ্জন (শ্রীলঙ্কা)।
ড্রাফট থেকে: মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম, মেহেদী হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদি হাসান মারুফ, জিয়াউর রহমান, ম্যাক্স ও‍‍`ডাউড (নেদারল্যান্ডস), উন্মুখ চাঁদ (ভারত), তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, ফরহাদ রেজা ও তৌফিক খান তুষার।

ফরচুন বরিশাল

সরাসরি চুক্তি: সাকিব আল হাসান, রাখিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ ওয়াসিম (পাকিস্তান), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), ইফতিখার আহমেদ (পাকিস্তান), নবীন উল হক (আফগানিস্তান), উসমান কাদির (পাকিস্তান), কুশল পেরেরা (শ্রীলঙ্কা), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান) ও করিম জানাত (আফগানিস্তান)। 

ড্রাফট থেকে: মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, হায়দার আলি (পাকিস্তান), চতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), সৈয়দ খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজী অনিক, সানজামুল ইসলাম, সালমান হোসেন।  

খুলনা টাইগার্স

সরাসরি চুক্তি: তামিম ইকবাল, আজম খান (পাকিস্তান), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), আভিস্কা ফার্নান্ডো (শ্রীলঙ্কা) ও নাসিম শাহ (পাকিস্তান)।
ড্রাফট থেকে: মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলি চৌধুরী, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, দাসুন শানাকা (শ্রীলঙ্কা), পল ফন মেকেরিন (নেদারল্যান্ডস), শফিকুল ইসলাম, প্রীতম কুমার, হাবিবুর রহমান সোহান ও মাহমুদুল হাসান জয়।  

রংপুর রাইডার্স

সরাসরি চুক্তি: নুরুল হাসান সোহান, সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), হারিফ রউফ (পাকিস্তান), মোহাম্মদ নেওয়াজ (পাকিস্তান), শোয়েব মালিক (পাকিস্তান), পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা) ও জেফ্রি ভ্যান্ডারসাই (যুক্তরাষ্ট্র)। ড্রাফট থেকে: শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম শেখ, রাকিবুল হাসান, শামীম হোসেন, রিপন মণ্ডল, আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), অ্যারন জোনস (যুক্তরাষ্ট্র), রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক ও আলাউদ্দিন বাবু।

সিলেট স্ট্রাইকার্স

সরাসরি চুক্তি: মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ আমির (পাকিস্তান), মোহাম্মদ হারিস (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), ধনাঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা, রায়ান বার্ল (জিম্বাবুয়ে), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা) ও কলিন অ্যাকারম্যান (নেদারল্যান্ডস)। 

ড্রাফট থেকে: মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, টম মুরস (ইংল্যান্ড), গুলবাদিন নাইব (আফগানিস্তান), জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলি, মোহাম্মদ শরিফউল্লাহ ও তানজিম হাসান সাকিব।

টিএইচ

Link copied!