Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

ব্রাজিল-কোরিয়ার খেলা মোবাইলে দেখবেন যেভাবে

ক্রীড়া প্রতিবেদক

ডিসেম্বর ৬, ২০২২, ১২:৫৫ এএম


ব্রাজিল-কোরিয়ার খেলা মোবাইলে দেখবেন যেভাবে

হেক্সা শিরোপার মিশনে এগিয়ে চলছে ব্রাজিল। শেষ ষোলোর ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ কোরিয়া। এই ম্যাচে জয় পেলেই নাম লেখাবে শেষ আটে। অর্থাৎ প্রি-সেমিফাইনাল। রাত ১ টায় স্টেডিয়ামে ৯৭৪ এ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

প্রিয় দলের খেলাটি টেলিভিশনের পাশাপাশি মোবাইলে ও  অনলাইনেও উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা। বাংলাদেশের ফুটবলপাগলদের কথা মাথায় রেখে বিশ্বকাপ ম্যাচ সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেয় দেশের তিনটি টেলিভিশন চ্যানেল।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন (জি টিভি) এবং দেশের একমাত্র খেলাধুলাবিষয়ক চ্যানেল টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে সেলেকাওদের খেলাও।

এছাড়া অনলাইনেও দেখা যাবে ম্যাচটি। এ জন্য মোবাইল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে বাংলাদেশভিত্তিক অ্যাপ টফি। অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্ট টেলিভিশনে উপভোগ করা যাবে ব্রাজিল-কোরিয়া ম্যাচ।

এছাড়া ওয়েবে দেখার জন্য যেকেনো ব্রাউজারে গিয়ে https://toffeelive.com/ সাইটে ভিজিট করে দেখতে পারেন। খেলা দেখতে পাবেন একদম বিনামূল্যে।

ইএফ

Link copied!