Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

নারী ফুটবল

বাফুফে-বসুন্ধরা তিন বছরের চুক্তি

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

জানুয়ারি ২৬, ২০২৩, ০৭:৩৫ পিএম


বাফুফে-বসুন্ধরা তিন বছরের চুক্তি

নারী ফুটবলের উন্নয়নে কাজ করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে তিন বছরের চুক্তি করেছে বসুন্ধরা গ্রুপ। অবশ্য চুক্তির আর্থিক অঙ্কের বিষয়ে কোনো পক্ষই বিস্তারিত জানায়নি।

বসুন্ধরা অফিসে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, গ্রুপটি মেয়েদের প্রিমিয়ার লিগ এবং ডেভেলপমেন্ট খাতে সহায়তা করবে বলে জানিয়েছেন বাফুফের উইমেন্স ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। ‘তাদের সঙ্গে আমাদের তিন বছরের চুক্তি হয়েছে। ওখানেও চুক্তির আর্থিক অঙ্ক প্রকাশ করা হয়নি। এটা আপাতত প্রকাশ করতে চাচ্ছি না। চুক্তি অনুযায়ী তারা উইমেন্স লিগ এবং ডেভেলপমেন্ট, এসবে সহায়তা করবে।’

মেয়েদের লিগের বর্তমান পৃষ্ঠপোষকও বসুন্ধরা। এই গ্রুপটির মালিকাধীন দল বসুন্ধরা কিংস মেয়েদের লিগের গত তিন আসরের শিরোপা জিতেছে। সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকারদের মতো জাতীয় দলের সিংহভাগ খেলোয়াড়ই খেলে দলটির হয়ে।

এআরএস

Link copied!