Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

বরিশালের বিপক্ষে সৌম্য-মিঠুনের দুর্দান্ত ব্যাটিংয়ে ঢাকার জয়

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ৩১, ২০২৩, ০৪:৫৭ পিএম


বরিশালের বিপক্ষে সৌম্য-মিঠুনের দুর্দান্ত ব্যাটিংয়ে  ঢাকার জয়

এক ম্যাচ আগেই ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন সৌম্য সরকার। মিরপুরে করেছিলেন দারুণ ফিফটি। আজ আবারও তিনি ব্যাট হাতে জ্বলে উঠলেন। সঙ্গী হিসেবে পেলেন মোহাম্মদ মিঠুনকে। দুজনের দারুণ ব্যাটিংয়ে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ফরচুন বরিশালকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে ঢাকা ডমিনেটর্স। আসরের ১০ ম্যাচে এটা তাদের তৃতীয় জয়।

রান তাড়ায় নেমে ঢাকা ডমিনেটর্সকে চমৎকার শুরু এনে দেন সৌম্য সরকার এবং মোহাম্মদ মিঠুন। পাওয়ারপ্লেতে আসে ৫৫ রান। করিম জানাতের করা ৮ম ওভারে সৌম্য সরকারের বিদায়ে ভাঙে ৭৪ রানের ওপেনিং জুটি। ২২ বলে ৪ বাউন্ডারি এবং ২ ওভার বাউন্ডারিতে ৩৭ রান করেন সৌম্য। অন্যদিকে মিঠুন ৩৩ বলে ফিফটি পূরণ করেন। সানজামুলের বলে এলবিডাব্লিউ হওয়ার আগে তিনি খেলেন ৩৬ বলে ৬ চার ৩ ছক্কায় ৫৪ রানের ইনিংস।

তিনে নেমে আব্দুল্লাহ আল মামুন ২১ বলে ২৬ রান করেন। এরপর অধিনায়ক নাসির হোসেন আর অ্যালেক্স ব্লেকের জুটিতে জয়ের কাছাকাছি চলে যায় ঢাকা। সাকিবের করা ১৮তম ওভারে ব্লেক (১৫) আর আরিফুল হক (১) রানে ফিরলে ম্যাচে তৈরি হয় নাটকীয়তা। ঢাকা তখন জয় থেকে ৪ রান দূরে। শেষ পর্যন্ত নাসিরের ১৬ বলে অপরাজিত ২০* রানে ৭ বল এবং ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা।

এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৫৬ রান তোলে ফরচুন বরিশাল। তাদের শুরুটা হয়েছিল দারুণ। ৪২ রানের ওপেনিং জুটি মন্দ নয়। ১৯ বলে ১৫ রান করা সাইফ হাসানের বিদায়েই সাময়িক ধস নামে বরিশালর ইনিংসে। অধিনায়ক সাকিব আল হাসান (৫), ইব্রাহিম জারদান (২), ইফতিখার আহমেদ (১০) দ্রুত ফিরে গেলে চাপে পড়ে যায় বরিশাল।

সেখান থেকে দলকে পথ দেখান বিজয় আর মাহমুদউল্লাহ। ৩৫ বলে ৫ চার ১ ছক্কায় ৪২ রান করেন বিজয়। অন্যদিকে মাহমুদউল্লাহ ছিলেন আরও বিধ্বংসী। তার ২৭ বলে ৩৯ রানের ইনিংসে ছিলে ৪টি চার এবং ২টি ছক্কার মার। শেষদিকে করিম জানাত ৫ বলে ১৭ রানের ক্যামিও খেলে অবদান রাখেন। ২২ রানে ৪ উইকেট নিয়েছেন আমির হামজা। বাকি পাঁচ বোলার নিয়েছেন ১টি করে।

এবি

Link copied!