Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ মে, ২০২৪,

বাংলাদেশ নারী ফুটবল দলের নতুন কোচ টিটু

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

জুলাই ১৯, ২০২৩, ০৬:৪৬ পিএম


বাংলাদেশ নারী ফুটবল  দলের নতুন কোচ টিটু

যে গোলাম রাব্বানী ছোটনের হাত ধরে বদলে যায় বাংলাদেশ নারী ফুটবল দল; যে কোচের হাত ধরে ইতিহাস গড়ে সাফে চ্যাম্পিয়ন হয়েছিল মেয়েরা; সেই হেড কোচ গোলাম রাব্বানী ছোটন আগেই পদত্যাগ করেছেন। এরপর দীর্ঘ প্রায় দশ মাস পর মাঠে ফেরেন কৃষ্ণা-সানজিদারা। 

নেপালের বিপক্ষে সেই দুটি ম্যাচ ভারপ্রাপ্ত কোচ হয়ে পরিচালনা করেছেন মাহবুবুর রহমান লিটু। তবে আসছে সেপ্টেম্বরে এশিয়ান গেমসের জন্য নতুন হেড কোচ নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। সাইফুল বারী টিটুর হাতে সাবিনাদের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। 

টিটু এর আগে জাতীয় দল, বয়সভিত্তিক দল ছাড়াও পুরুষ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ চট্টগ্রাম আবাহনীর কোচ হয়ে কাজ করছেন তিনি। যদিও সেখান থেকে বরখাস্ত হতে হয়েছে তাকে।

টিটুর নিয়োগ নিয়ে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সংবাদমাধ্যমকে বলেছেন, এশিয়ান গেমসের জন্য মেয়েদের কোচ পদে সাইফুল বারী টিটুকে নিয়োগ দিয়েছি। এছাড়া দীর্ঘমেয়াদে কোচের জন্য জাপান-কোরিয়ায় যোগাযোগ করা হচ্ছে। আগের কোচ গোলাম রব্বানী ছোটনকে ফিরে আসার জন্য বলা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি।
 

Link copied!