আমার সংবাদ ডেস্ক
জুলাই ১, ২০২৫, ০৬:১৪ পিএম
২০১৮ সালের জাতীয় নির্বাচনকে প্রহসনে পরিণত করা এবং রাষ্ট্রদ্রোহের মামলায় মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনা (সিইসি) সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিচ্ছেন।
মঙ্গলবার (১ জুলাই) বিকালে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে নুরুল হুদা স্বীকারোক্তিমূলক রেকর্ড চলছে। সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আদালতে বিচারকে খাস কামরায় জবানবন্দি দিচ্ছেন নুরুল হুদা।রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করা হয়েছিল।
এর আগে গত ২২ জুন রাজধানীর উত্তরা এলাকার নিজ বাসা থেকে বিক্ষুব্ধ জনতা কেএম নুরুল হুদাকে আটক করে এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়।
নির্বাচনে কারচুপির অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে চার দিনের রিমান্ডে পাঠানো হয়।
গতকাল সকালে শেরেবাংলা নগর থানায় বিএনপির পক্ষ থেকে মামলাটি দায়ের করার কয়েক ঘণ্টার মধ্যেই সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) গ্রেপ্তার করা হয়।
মামলায় দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনার (ইসি) এবং অন্যান্য কর্মকর্তাসহ মোট ২৪ জনের বিরুদ্ধে অনিয়ম ও পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগপত্রে সাবেক সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ, কেএম নুরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়ালসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে; যাদের মধ্যে কয়েকজন অজ্ঞাতনামাও রয়েছেন।
বিএনপির অভিযোগ, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন কারচুপির মাধ্যমে এবং দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বারবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, ভোটগ্রহণ চলাকালে সেনা মোতায়েন এবং ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগের দাবি জানানো হলেও তা উপেক্ষা করা হয়।
বিআরইউ