ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

নিউজিল্যান্ডের কাছে হেরে গেল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২৪, ১২:১২ পিএম

নিউজিল্যান্ডের কাছে হেরে গেল দক্ষিণ আফ্রিকা

খেলার তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহে দাঁড়ায় ৫২৮, তারা অনেকটাই নিশ্চিত ছিল দক্ষিণ আফ্রিকা এই ম্যাচটা জিততে পারবে না । আর হয়েছেও তাই।

আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) আর ব্যাটিংয়ে নামেনি স্বাগতিক দল। এতে প্রোটিয়াদের লক্ষ্য দাঁড়ায় ৫২৯ রানে।

কিইউদের বিশাল রান তাড়া করতে নেমে কোন সুবিধাই করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। জেমিসন-স্যান্টনারদের বোলিং তোপে ২৪৭ রানে অল আউট হয়ে যায় প্রোটিয়ারা। তাতে ২৮১ রানে প্রথম টেস্ট জিতে নেয় নিউজিল্যান্ড। রানের হিসেবে টেস্টে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় জয় ৪২৩ রানে। ২০১৮ সালে শ্রীলঙ্কাকে ৬৬০ রানের টার্গেট দিয়ে ২৩৬ রানেই অল আউট করেছিল নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানু্ইয়ে টেস্টে ৬ অভিষিক্ত ক্রিকেটারকে নিয়ে সাজানো দক্ষিণ আফ্রিকার একাদশ নিউজিল্যান্ডের বোলারদের সামনে এই ইনিংসেও ঘুরে দাঁড়াতে পারেনি। প্রোটিয়ারা দুই ইনিংস মিলিয়েও নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের সমান রানও তুলতে পারেনি।

প্রথম ইনিংসে প্রোটিয়ারা করেছে মাত্র ১৬২ রান। পর্বত সমান রান তাড়া করতে নেমে ৫ রানেই ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর যোবায়ের হামজা ও রাইয়ার্ড ফন টন্ডারের ৬৩ রানের জুটিতে কিছুটা পথ সামনে হাঁটে দক্ষিণ আফ্রিকা। তবে কিউই পেসার কাইল জেমিসন তাদের বেশিদূর এগুতে দেননি। টন্ডারকে ৩১ রানে আর হামজাকে ৩৬ রানের মাথায় আউট করে দেন তিনি।

পরে কিগান প্যাটারনসন ও ডেভিড বেডিংহাম দলের হাল ধরার চেষ্টা করেন । ১৪৩ বলে ১০৫ রানের জুটি করেন তারা। যদিও জুটিতে প্রায় পুরো অবদানই বেডিংহামের। এই জুটিতে বেডিংহাম একাই করেছেন ৮৬ রান। আর ১৬ রান প্যাটারসনের।

কিউইদের বিপক্ষে মূলত লড়াইটা করেছেন বেডিংহাম। তিনিই দক্ষিণ আফ্রিকার দুই ইনিংস মিলিয়ে একমাত্র ফিফটি করেছেন। ৯৬ বলে ৮৭ করে জেমিসনের তৃতীয় শিকার হন তিনি। ১৩ বাউন্ডারি ৩ ছক্কায় ইনিংস সাজান বেডিংহাম।

শেষ উইকেটে কিছুটা দ্রুতগতিতে রান তুলেন রুয়ান ডি সোয়ার্ট ও ডেন প্যাটারসন। ২৪ বলে ২৪ রানের জুটি করে দলীয় ইনিংস ২৪৭ রানে ঠেকান তারা। সোয়ার্ট করেছেন ৫৬ বলে ৩৬। আর ডেন করেছেন ১৭ বলে ১৫ রান।

এর অগে কিউইদের হয়ে দ্বিতীয় ইনিংসে ৫৮ রান দিয়ে ৪ উইকেট নেন কাইল জেমিসন। আর মিচেল স্যান্টনার নিয়েছেন ৩ উইকেট। সাউদি, হেনরি ও ফিলিপস নিয়েছেন একটি করে উইকেট।

মজার ব্যপার হলো, প্রথম ইনিংসে ২৪০ রানের অনবদ্য ইনিংস ও ২ উইকেট নেয়ায় রাচিন রবীন্দ্র ম্যাচ সেরা হয়ে যান।

/বিআরইউ

Link copied!