ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫
Amar Sangbad

এবার ইউরোপের চেলসিকেও হারিয়ে দিল ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২১, ২০২৫, ১০:৪৩ এএম

এবার  ইউরোপের চেলসিকেও হারিয়ে দিল ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো

ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো শুক্রবার ক্লাব বিশ্বকাপে ইউরোপের দল চেলসিকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা ব্রুনো হেনরিক এই জয়ের মূল নায়ক হয়ে উঠেছেন। তিনি একটি গোল করেন, আরেকটি করিয়েছেন।

লিঙ্কন ফিনানশিয়াল ফিল্ডে চেলসি অবশ্য প্রথমার্ধে এগিয়েই গিয়েছিল। পেদ্রো নেতোর গোলে এগিয়ে যায়। ১৩তম মিনিটে ফ্লামেঙ্গোর ডিফেন্ডার ওয়েসলির একটি ভুল কাজে লাগিয়ে বল জালে জড়ান তিনি। 

কিন্তু ম্যাচের বাকি অংশে পুরো মাঠ দাপিয়ে বেড়িয়েছে ফ্লামেঙ্গো। লিঙ্কন ফিনানশিয়াল ফিল্ডে ৫৪ হাজারের বেশি দর্শকের বেশির ভাগই ছিল ফ্লামেঙ্গোর সমর্থক। তাদের গর্জনে জেগে ওঠে ব্রাজিলিয়ানরা।

দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে মাঠে নামেন ব্রুনো হেনরিক। নামার ছয় মিনিটের মধ্যেই গোল করেন তিনি। গেরসনের ক্রসে প্লাতা হেডে বল বাড়ান, হেনরিক ঠিক জায়গায় ছিলেন। এই গোলের পর ব্রাজিলিয়ান সমর্থকদের মধ্যে যেন আগুন ধরে যায়।

তিন মিনিট পরেই আসে দ্বিতীয় গোল। কর্নার থেকে হেনরিকের হেডে বল পড়লে তা সাবেক জুভেন্টাস ডিফেন্ডার দানিলোর পায়ে আসে। তিনি ভুল করেননি, বল জালে পাঠান।

এরপর ৬৮তম মিনিটে ম্যাচ থেকে ছিটকে যায় চেলসি। বদলি খেলোয়াড় নিকোলাস জ্যাকসন আয়র্তন লুকাসের পায়ে বাজে ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেন। ১০ জনের দলে পরিণত হয় চেলসি।

শেষ দিকে ফ্লামেঙ্গোর হয়ে তৃতীয় গোলটি করেন বদলি হিসেবে নামা ওয়ালেস ইয়ান। চেলসির কফিনে ঠুকে দেন শেষ পেরেকটা।

এই জয়ে ফ্লামেঙ্গো এখন গ্রুপ ‘ডি’ থেকে শেষ ষোলো নিশ্চিত করার একেবারে দ্বারপ্রান্তে। দুই ম্যাচে দুটি জয় নিয়ে তারা এগিয়ে আছে। অন্যদিকে চেলসি তাদের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেস এফসিকে হারালেও এই হারে কিছুটা ব্যাকফুটে চলে গেছে। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে প্রতিপক্ষ তিউনিশিয়ার এস্পেরাঁস।

এর আগে পিএসজির বিপক্ষে বোটাফোগোও জয় তুলে নিয়েছে। এরপর ফ্লামেঙ্গোর এই জয় দেখাচ্ছে এই টুর্নামেন্টে দক্ষিণ আমেরিকার দলগুলো কতটা সিরিয়াস। এই জয়ে দক্ষিণ আমেরিকান ক্লাবগুলোর অপরাজিত থাকার রেকর্ড দাঁড়াল ৯ ম্যাচে।

বিআরইউ

Link copied!