নীলফামারী প্রতিনিধি:
জুলাই ১, ২০২৫, ১২:২৫ পিএম
টানটান উত্তেজনায় ভরা খেলায় শেষ মুহূর্তে গোল করে জেলা নীলফামারী প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারী পৌরসভা। বড় মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে তারা ১–০ গোলে হারিয়েছে সৈয়দপুর উপজেলা দলকে।
পাঁচ দিনের এই আয়োজনে অংশ নেয় আটটি দল। ফাইনালের একমাত্র গোলটি করেন পুলিশ এফসি ক্লাবের খেলোয়াড় দিপক, যিনি পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি পান।
জেলা প্রশাসন আয়োজিত এই টুর্নামেন্টে সহায়তা করেছে অঙ্কুর সিড অ্যান্ড হিমাগার লিমিটেড, ব্লিং লেদার লিমিটেড ও সেলিম ফাউন্ডেশন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার (এনডিসি) মো. শহিদুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্নামেন্টের আহ্বায়ক জ্যোতি বিকাশ চন্দ্র, পৌর প্রশাসক সাইদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার, সাবেক ফুটবলার ও জজকোর্টের সরকারি কৌঁসুলি (জিপি) মোহাম্মদ আবু সোয়েম, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সসহ অনেকে।
সাবেক ফুটবলার ও জিপি মোহাম্মদ আবু সোয়েম বলেন, ‘দীর্ঘদিন পর আবারও বড় মাঠে এমন একটি টুর্নামেন্ট আয়োজনে জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই। এই মাঠ থেকেই জাতীয় দলের খেলোয়াড় উঠে এসেছেন। মাঠের পরিবেশ উন্নত করতে আমরা বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগিয়েছি, যার সুফল আগামী দুই বছরের মধ্যে মিলবে।’
খেলায় উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। আয়োজকদের মতে, মাঠের প্রাণ ফেরাতে এ ধরনের আয়োজন নিয়মিত করা হবে।
বিআরইউ