স্পোর্টস ডেস্ক
জুলাই ২১, ২০২৫, ১২:২৫ পিএম
বাংলাদেশের ফুটবলে নারীরা রয়েছে দারুণ ছন্দে। প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়ে ইতহাস গড়েছে বাংলার মেয়েরা। বয়সভিত্তিক দলও এখন দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার খুব কাছাকাছি। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ সোমবার (২১ জুলাই) নেপালের বিপক্ষে ড্র করলেই শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠবে পিটার বাটলারের শিষ্যরা।
বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ ও নেপাল মুখোমুখি হবে সন্ধ্যা ৭টায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
এর আগে ৫ ম্যাচে সবগুলোতেই জয় তুলে নিয়ে বাংলাদেশের পয়েন্ট ১৫। বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ হারায় নেপালের পয়েন্ট ১২। শেষ ম্যাচে এক পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন স্বাগতিকরা। তবে এই ম্যাচে হারলে শিরোপা যাবে নেপালের ঘরে।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী কোনো ফাইনাল ম্যাচ নেই। সবাই সবার সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। ছয় ম্যাচ শেষে পয়েন্টের শীর্ষে থাকা দল পাবে শিরোপার স্বাদ। সেই হিসেবে আজকের ম্যাচটি হতে যাচ্ছে অঘোষিত ফাইনাল।
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। টুর্নামেন্টের শুরু থেকেই ফেভারিট বাংলাদেশ। এ টুর্নামেন্টে খেলছেন জাতীয় দলের সাতজন ফুটবলার। জতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকারই অনূর্ধ্ব-২০ দলেরও অধিনায়ক।
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে এবারের আসর বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। উদ্বোধনী ম্যাচে সাগরিকা খাতুনের হ্যাটট্রিকে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও তাদের বিপক্ষে জয় পেয়েছে ৫-০ গোলের বড় ব্যবধানে। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে ৪-১ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচে জিতেছে ৩-০ গোলে।
টুর্নামেন্টটিতে এবার ভারত না থাকায় বাংলাদেশ-নেপাল লড়াই হবে সেটি সবাই আগে থেকেই অনুমান করছিল। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-২ গোলে জয় পায় আফঈদা-শান্তিরা। এখন দ্বিতীয় ম্যাচটি হয়ে উঠেছে অঘোষিত ফাইনাল। শিরোপা ধরে রাখতে হলে বাংলাদেশকে ড্র করতে হবে বা জিততে হবে।
বিআরইউ