ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
Amar Sangbad

রায়হান রাফীর সঙ্গে নতুন মিশনে শাকিব

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

অক্টোবর ৫, ২০২২, ০১:৪৬ এএম

রায়হান রাফীর সঙ্গে নতুন মিশনে শাকিব

রায়হান রাফী বড়পর্দায় পরীক্ষিত নির্মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। চিত্রপরিচালক হিসেবে তৈরি করেছেন আলাদা ইমেজ! আলোচিত এই চিত্রপরিচালক ওটিটির পাশাপাশি সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি পরাণের মাধ্যমে মুন্সিয়ানা দেখিয়েছেন।

এতে দর্শকরা যেমন আনন্দিত হয়েছেন, তেমনি প্রযোজক পেয়েছেন কাঙ্ক্ষিত সাফল্যের চেয়ে কয়েকগুণ লগ্নি ফেরত। এ কারণে বাংলা ছবির নিয়মিত দর্শকরা প্রায়ই চাইতেন শাকিব খানকে নিয়ে রাফী ছবি বানাক! সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে লেখালিখি চোখে পড়ত। অবশেষে তাই হতে যাচ্ছে, যা শাকিব ভক্তরাও চাইতেন।

শাকিব খান তার আগামীর ছবি পরিচালনার দায়িত্ব দিচ্ছেন রায়হান রাফীকে। ইতোমধ্যে বিষয়টি চূড়ান্ত হয়েছে। রাফীর পরিচালনায় শাকিবের এই ছবিটি প্রযোজনা করবে বিগ স্ক্রিন। প্রযোজক টপি খান, যিনি ‘বসগিরি’র প্রযোজক। এই ছবিতে শাকিব খানের এসকে ফিল্মসও যুক্ত থাকবে।

সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করে রাফী বলেন, শাকিব ভাইকে নিয়ে আগামীর ছবিটি বানাতে যাচ্ছি এটা কনফার্ম। ছবির নাম চূড়ান্ত হয়নি। নায়িকা কে হবেন সেটি প্রাথমিকভাবে ঠিক করলেও যেহেতু লিখিত চুক্তি হয়নি, তাই আগেই জানাতে চাইলেন না রায়হান রাফী।

মুঠোফোনে ওপাশ থেকে উচ্ছ্বাস ভরা কণ্ঠে তিনি বলেন, দামাল মুক্তির পর নভেম্বরের শেষে আমরা শুটিংয়ে নামবো। বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে। নাম ও নায়িকা দুটোই শুটিংয়ে আগে জানাবো।

রায়হান রাফী বলেন, দর্শকরা নিশ্চয়ই অবগত পূর্বের কাজগুলোতে আমি আর্টিস্টদের কিভাবে ব্যবহার করেছি। এবার শাকিব ভাইকে পেলাম।  অনুভূতি অনেকটা ড্রিমস কাম ট্রু। তাছাড়া শাকিব ভাই ও আমার দর্শকরা সবসময় চাইতেন একসঙ্গে ছবি হোক। এবার তাই হতে যাচ্ছে। গল্প ও চরিত্র তাকে দিয়ে কিভাবে প্রেজেন্ট সেটা আসলে দেখার জন্য জাস্ট অপেক্ষা করতে হবে। প্রযোজক টপি খান বলেন, ২০২৩ সালের যে কোনো একটি ঈদে ছবিটি মুক্তি পাবে।

 

 

Link copied!