সেপ্টেম্বর ৩০, ২০২৩, ১১:১০ পিএম
- সম্পাদকমণ্ডলীর সঙ্গে চার মহানগর ও ছয় জেলা নেতার বৈঠক আজ
- নতুন কর্মসূচি ও বিরোধীদের মোকাবিলায় করণীয় নির্ধারণ হবে
- ১২ দিনের কর্মসূচি শেষ হচ্ছে ৪ অক্টোবর
আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে দলটি কোনোভাবেই হার্ডলাইনে যাবে না। কঠোর কোনো অবস্থান নেবে না। রাজপথে থাকা বিরোধী দলগুলোর অবস্থান বুঝে নিজেরা দলীয় কর্মসূচি গ্রহণ ও পালন করবে। দলটির একাধিক সিনিয়র নেতার সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে। তবে বিরোধী দলের আন্দোলন ও আগামী নির্বাচনকে সামনে রেখে করণীয় ঠিক করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা উত্তর-দক্ষিণ মহানগর, গাজীপুর মহানগর ও ঢাকা জেলাসহ কাছাকাছি জেলার নেতাদের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে আজ রোববার। এ বৈঠকে দলটি করণীয় ঠিক করবে। বৈঠকে ঢাকায় সম্ভাব্য কিছু কর্মসূচি ঠিক করে রাখবেন শীর্ষ নেতারা। বিরোধী দলগুলোর গতিবিধি বুঝে তাৎক্ষণিকভাবে কর্মসূচি ঘোষণা দিয়ে মাঠে তৎপরতা চালাবে আওয়ামী লীগ।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডিস্থ শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক বিশেষ সভা হয়। ওই সভায় ১২ দিনের টানা কর্মসূচির সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যে তার বেশিরভাগই বাস্তবায়ন করে দলটি। গতকাল শনিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষক সমাবেশের মাধ্যমে ১২ দিনের ঘোষিত কর্মসূচির মধ্যে ঢাকার কর্মসূচি শেষ হয়। এরপর আগামী ৪ অক্টোবর চট্টগ্রামের মিরসরাইতে আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হবে। আর এরই মাধ্যমে শেষ হবে ১২ দিনের পূর্বনির্ধারিত কর্মসূচি।
গত ১৯ সেপ্টেম্বর শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভা থেকে নেয়া ১২ দিনের কর্মসূচি শেষ না হতেই নতুন কর্মসূচি নির্ধারণ ও রাজপথে বিরোধী শক্তিগুলোকে রাজনৈতিকভাবে মোকাবিলায় করণীয় ঠিক করতে আজ বিকেলে ফের বৈঠকে বসছেন ক্ষমতাসীন দলের মাঠের নেতারা। আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, আজ বিকেল সাড়ে তিনটায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকার পাশ্ববর্তী সাংগঠনিক জেলা শাখাসমূহ এবং সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা অনুষ্ঠিত হবে। দলটির কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকার পাশ্ববর্তী সাংগঠনিক জেলা শাখাসমূহের মধ্যে ঢাকা, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এবং গাজীপুর জেলা ও মহানগর এবং সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকরা এই যৌথসভায় অংশ নিবেন। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সভা থেকেই আগামী দিনে করণীয় ঠিক করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দৈনিক আমার সংবাদের এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সঙ্গে। তারা বলেন, আওয়ামী লীগ দেশে গণতান্ত্রিক কর্মসূচির পক্ষে। যে কেউ গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে পারবে। কিন্তু কর্মসূচির নামে কোনো সন্ত্রাস সৃষ্টির সুযোগ দেবে না আওয়ামী লীগ।
অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপিকে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে, কিন্তু কোনো অরাজকতা সৃষ্টি করতে চাইলে মানুষ ছাড় দেবে না। প্রায় একই কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
তিনি বলেন, আওয়ামী লীগ বসে থাকার দল নয়, বিএনপি মাঠে কর্মসূচি দিয়ে অবস্থান করলেও আওয়ামী লীগও কর্মসূচি দিয়ে মাঠে থাকবে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন আমার সংবাদের এ প্রতিবেদককে বলেন, আওয়ামী লীগ কোনো হার্ডলাইনে যাবে না, এখনো বড় কোনো কর্মসূচি দিচ্ছে না, বিএনপির গতিবিধি বুঝে তারা কর্মসূচি পালন করবে। তিনি বলেন, আমরা (আওয়ামী লীগ) আগামী জাতীয় নির্বাচনের পূর্ব পর্যন্ত রাজপথে থাকব। পরিস্থিতি বুঝে এবং বিরোধী দলগুলোর কর্মসূচির ধরন বুঝে আমরা কর্মসূচি পালন করব।
তিনি বলেন, মাঠ থাকবে আওয়ামী লীগের দখলে। তিনি বলেন, আর এক মাস পরই দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে। দেশ এখন নির্বাচনের পথে। আমরাও নির্বাচনমুখী, এ কারণে এখন রাজপথে যাতে কোনো অরাজকতা সৃষ্টি না হয়, বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং জ্বালাও-পোড়াও সৃষ্টি না হয় সেটা নজরে রাখবে আওয়ামী লীগ।