ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
Amar Sangbad
আমার সংবাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে আড়াইহাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন

জনপ্রতিনিধি না থাকলে দায়িত্ব পালন চালেঞ্জিং

শাহজাহান কবির, আড়াইহাজার

শাহজাহান কবির, আড়াইহাজার

মার্চ ১৬, ২০২৫, ১২:২৭ এএম

জনপ্রতিনিধি না থাকলে দায়িত্ব পালন চালেঞ্জিং

মো. সাজ্জাত হোসেন। বিসিএস প্রশাসনে ৩৬ ব্যাচের একজন কর্মকর্তা। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায়। ঐতিহ্যবাহী এ উপজেলার সংকট, সম্ভাবনা ও আগামীর পরিকল্পনা নিয়ে কথা বলেছেন তিনি। একান্ত সাক্ষাতকারে উন্মোচন করেছেন প্রতিবন্ধকতার নানা দিকও। তার মুখোমুখি হয়েছিলেন আমার সংবাদের আড়াইহাজার উপজেলা প্রতিনিধি শাহজাহান কবির। 

আমার সংবাদ : দেশের চলমান পরিস্থিতিতে কীভাবে দায়িত্ব পালন করছেন? 

মো. সাজ্জাত হোসেন : বর্তমানে কোনো জনপ্রতিনিধি না থাকায় তাদের দায়িত্বগুলো বিভিন্ন অফিসের কর্মকর্তারা পালন করছেন। এর মধ্যে এমপি, পৌর মেয়র, কাউন্সিলর না থাকায় এবং কিছু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বাররা অনুপস্থিত থাকায় তাদের দায়িত্বগুলো উপজেলা প্রশাসনকে পালন করতে হচ্ছে। আমাকে পৌরসভার দায়িত্বও পালন করতে হচ্ছে, যা খুবই চ্যালেঞ্জিং। তবে ৫ আগস্টের পর থেকে অনেক উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আমরা সেগুলো নিউ টেন্ডারের মাধ্যমে পুনরায় চালু করেছি।

আমার সংবাদ : সেবা প্রদান ব্যবস্থা কীভাবে উন্নত করা হচ্ছে?

মো. সাজ্জাত হোসেন : জন্ম-মৃত্যু নিবন্ধন, বিভিন্ন ধরনের ভাতা প্রদান কার্যক্রম ইউনিয়ন পরিষদের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। আমরা চেষ্টা করছি, এসব সেবা যেন আরও দ্রুত মানুষের কাছে পৌঁছায়। এর জন্য আমরা দায়িত্বগুলো পুনরায় বিশ্লেষণ করে কাজ করছি, যাতে মানুষকে উপজেলা পরিষদে না আসতে হয় এবং ইউনিয়ন পরিষদ থেকেই এসব সেবা প্রদান করা যায়।

আমার সংবাদ : বর্তমানে আপনার এলাকায় কোন কোন উন্নয়ন প্রকল্প চলমান?

মো. সাজ্জাত হোসেন : বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ চলমান রয়েছে। এছাড়াও জাপানি ইকোনমিক জোন, বিশনন্দী ফেরিঘাটে ব্রিজ নির্মাণ, বিশনন্দী এলাকায় পর্যটনকেন্দ্র স্থাপন, রাস্তা প্রশস্তকরণসহ বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে। এগুলোর কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে।

আমার সংবাদ : সমাজে মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আপনার কোনো পদক্ষেপ রয়েছে কী?

মো. সাজ্জাত হোসেন : আমরা চাই ছেলেমেয়েরা যাতে পড়ালেখায় আরও বেশি মনোযোগী হন। অল্প বয়সে বিদ্যালয় ছেড়ে শিশু-কিশোররা কর্মমুখী না হয়ে যাক এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা শিক্ষার মান বৃদ্ধির জন্য সিরিয়াস রয়েছি। এছাড়াও বাল্যবিয়ে প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে তৎপর রয়েছি। এসব কাজে স্থানীয় জনগণকেও যুক্ত করা হয়েছে। 

আমার সংবাদ : দুর্নীতি প্রতিরোধে উপজেলা প্রশাসন থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কী?

মো. সাজ্জাত হোসেন : প্রতি মাসে আমরা সব দপ্তর প্রধানদের এবং এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মাসিক সভা করি। এই সভাগুলোতে আমরা দুর্নীতি প্রতিরোধ বিষয়ে আলোচনা করি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করি। প্রতিটি ইউনিয়ন পরিষদেও এ ধরনের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোর উদ্দেশ্য হচ্ছে, সমাজ থেকে সব ধরনের অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা।

আমার সংবাদ : উপজেলা উন্নয়ন কার্যক্রমে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী?

মো. সাজ্জাত হোসেন : উপজেলার উন্নয়ন সাধনে বড় চ্যালেঞ্জ হলো সীমিত সম্পদ এবং দক্ষতার অভাব। অনেক সময় স্থানীয় জনগণের সচেতনতার অভাব। এছাড়াও প্রকল্প বাস্তবায়নে নানা বাধা আমাদের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আমরা এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি বরাদ্দ সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছি। 

আমার সংবাদ : আমাদের সময় দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। 

মো. সাজ্জাত হোসেন : আপনাকেও ধন্যবাদ।

Link copied!