Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ২৬ মাঘ ১৪২৯

সংসদ অধিবেশন ২৮ আগস্ট শুরু

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১১, ২০২২, ০৫:৩০ পিএম


সংসদ অধিবেশন ২৮ আগস্ট শুরু

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হবে ২৮ আগস্ট। বৃহস্পতিবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৪২৯ বঙ্গাব্দের ১৩ ভাদ্র মোতাবেক ২০২২ খ্রিস্টাব্দের ২৮ আগস্ট রোজ রোববার বিকেল ৫ ঘটিকায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ১৯তম (২০২২ খ্রিস্টাব্দের চতুর্থ) অধিবেশন আহ্বান করেছেন।’

রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। এর আগে, ৩০ জুন জাতীয় সংসদের ১৮তম ও বাজেট অধিবেশন শেষ হয়।

 

আমারসংবাদ/টিএইচ

Link copied!