আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
জুলাই ১, ২০২৫, ১১:৫৮ পিএম
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়কবাতি উন্নয়ন প্রকল্পে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ থেকে একটি এনফোর্সমেন্ট টিম সরাসরি এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীর বক্তব্য নেয়া হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়।
এছাড়া এনফোর্সমেন্ট টিম সরেজমিন ঘুরে দেখে শহরের জয়নাল আবেদীন পার্ক, সার্কিট হাউস চত্বর, খাগডহর, ঘুন্টি, রহমতপুর বাইপাসসহ বিভিন্ন স্থানে স্থাপন করা সড়কবাতি। এ সময় স্থানীয়দের কাছ থেকেও প্রকল্প বাস্তবায়ন নিয়ে তথ্য সংগ্রহ করা হয়।
দুদক সূত্রে জানা যায়, অভিযানে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে কমিশনের উচ্চ পর্যায়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
এ বিষয়ে জানতে সিটি কর্পোরেশনের সড়কবাতি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. জিল্লুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের উদ্যোগ সঠিক হলে প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
ইএইচ