জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
জুলাই ২, ২০২৫, ১২:০৯ এএম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে রোপা আমন ধানবীজ, গাছের চারা ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মনজুর আলম বলেন, “সরকার প্রান্তিক কৃষকদের জন্য বিভিন্ন প্রণোদনা চালু করেছে, যার মাধ্যমে কৃষি উৎপাদন আরও বাড়বে এবং কৃষকের জীবনমান উন্নত হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল রহিম, মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন, নুর মোহাম্মদ, দেবাশীষ চাকমা প্রমুখ।
বিতরণ কার্যক্রমে উপকারভোগী কৃষকদের মাঝে রোপা আমন ধানবীজ, রাসায়নিক সার, জৈব সার, গ্রীষ্মকালীন সবজির বীজ, লেবু, আম, নিম, বেল, জাম, কাঠাল, তাল ও নারিকেলের চারা হস্তান্তর করা হয়।
আলোচনা শেষে প্রধান অতিথি উপস্থিত কৃষক ও প্রতিষ্ঠান প্রধানদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেন।
ইএইচ