সেপ্টেম্বর ২৯, ২০২২, ০৩:৩৭ পিএম
রাজধানীর উত্তরার একটি আবাসিক হোটেল থেকে এক ব্রিটিশ নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ডুগাল্ড ফিনলেসন(৬০)।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের, ১১ নম্বর রোডের আবাসিক ‘মেরিনো হোটেল’ এর দ্বিতীয় তলা থেকে মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে জানা যায়, তিনি চলতি মাসের ২০ তারিখে এই হোটেলে রুম ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতেও তিনি খাওয়া-দাওয়া করেছেন। সকালে তার এক চাইনিজ বন্ধু হোটেলে এসে তাকে ডাকাডাকি করেন।
তবে কোনো সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে দেখেন বাথরুমের ভেতরে মৃত অবস্থায় পড়ে আছেন তিনি। সঙ্গে সঙ্গে থানায় খবর দেয়া হয়।
উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রহমান জানান, খবর পেয়ে সকালে হোটেলটির দ্বিতীয় তলার ১০৮ নম্বর রুম থেকে মরদেহটি থেকে উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, তিনি টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছিলেন। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
টিএইচ