Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

রাজউকের উচ্ছেদ অভিযানে ৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০৪:৪৩ পিএম


রাজউকের উচ্ছেদ অভিযানে ৮ লাখ টাকা জরিমানা
ছবি: আমার সংবাদ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদনহীন ও নকশা বিহীন ভবন নির্মাণ করায় রাজধানীর ডেমরা বাশেরপুল এলাকায় অবৈধ ইস্টার্ন হাউজিং সোসাইটিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজউক এসময় বেশ কয়েকটি ভবনের আংশিক অপসারণসহ আট লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারির) সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, রাজউক ডেমরা বাশেরপুল এলাকায় রাজউক নকশা বিহীন ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অবৈধ ইস্টার্ন হাউজিং সোসাইটিতে নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ তাৎক্ষণিকভাবে তিনটি ভবনে আট লাখ টাকা জরিমানা করা হয়। প্রাথমিকভাবে সতর্ক করে কাজ বন্ধ করে দেয়া হয়। একই সঙ্গে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদিত নকশা নিয়ে ভবন নির্মাণ করে সে বিষয়ে মুচলেকা নেওয়া হয়।

অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া বলেন, রাজউক থেকে ইস্টার্ন হাউজিং সোসাইটিতে নিয়ম অনুযায়ী হাউজিং এর লেআউট নিতে হয় কিন্তু তারা তা নেয় না।

এছাড়াও প্লট মালিকরা ভবন নির্মাণের সময় রাজউক থেকে কোন রকম অনুমোদন না নিয়ে ভবন নির্মাণ করায় রাজউকের পক্ষে থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া, সহকারী অথরাইজড অফিসার শাহানাজ খানম, প্রধান ইমারত পরিদর্শক বাসুদেব ভট্টাচার্য ও নজরুল ইসলাম মনি, ইমারত পরিদর্শক মারুফ হোসেন, হায়াত মাহমুদ শামীম, মো. মিল্লাত হোসেন, মো. শাহ আলম , মলয় চন্দ্রসহ রাজউকের অন্য কর্মকর্তারা।

বিআরইউ

Link copied!