পূর্বাচল প্রতিনিধি:
এপ্রিল ১৭, ২০২৪, ০৪:৪৭ পিএম
পূর্বাচল প্রতিনিধি:
এপ্রিল ১৭, ২০২৪, ০৪:৪৭ পিএম
রাজধানীর গুলশানে একটি বহুতল ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের কুইক রেসপন্সে আগুন নিয়ন্ত্রণে।
বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১টা ২০ মিনিটে গুলশান-২ এলাকার ৯২ নাম্বার রোডে অবস্থিত ৪২ নাম্বার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বারিধারার সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম আমার সংবাদ কে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান,এটা একটি ৬ তলা ভবনের নিচতলায় সাব স্টেশনের আগুন ছিল,ফায়ার সার্ভিসের কুইক রেসপন্স করার ফলে আগুন বাইরে বাড়তে পারেনাই আগুন সাব স্টেশনেই ছিল। এখান থেকেই পুরো বিল্ডিং ধোঁয়া ও তাপ ছড়িয়ে পরে এতে মানুষের মধ্যে আতঙ্ক হয়।
তবে ফায়ার সার্ভিস সঠিক ও দ্রুত সময়ে পৌঁছানোর কারণে কোন প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া আগুন নিয়ন্ত্রণে আসে।
বিআরইউ