নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৭, ২০২৪, ১১:২৭ এএম
র্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এ কে এম শহিদুর রহমান। আর ঢাকা মহানগর পুলিশের কমিশনার নিয়োগ পেয়েছেন মো. মাইনুল হাসান।
আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে নতুন এই নিয়োগের কথা জানানো হয়।
গতকাল মঙ্গলবার রাতেই মো. ময়নুল ইসলামকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্টের (অতিরিক্ত আইজিপি) দায়িত্বে ছিলেন।
বিআরইউ