Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ জুন, ২০২৫,

এলজিইডি ক্রিলিক সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির পঞ্চম সভা অনুষ্ঠিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৩, ২০২৫, ০৫:০২ পিএম


এলজিইডি ক্রিলিক সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির পঞ্চম সভা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এর সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটি (সিসিসি)-এর পঞ্চম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার এলজিইডির প্রধান কার্যালয় আগারগাঁওয়ে অনুষ্ঠিত এই দিনব্যাপী সভায় সভাপতিত্ব করেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়া। 

তিনি বলেন, “ক্রিলিক নিয়ে আমাদের সবার একটি বড় স্বপ্ন রয়েছে। এটি এলজিইডির একটি পূর্ণাঙ্গ জ্ঞানকেন্দ্র হয়ে উঠবে। ক্রিলিককে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে প্রতিষ্ঠা করতে যা যা প্রয়োজন, এলজিইডি তা করবে।”

গ্রীন ক্লাইমেট ফান্ড, জার্মান উন্নয়ন ব্যাংক (KfW) এবং বাংলাদেশ সরকার-এর যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন "ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং (ক্রিম)" প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত ক্রিলিক স্থানীয় অবকাঠামোগত উন্নয়নে জলবায়ু সহিষ্ণুতা বিষয়ক জ্ঞান ও প্রযুক্তি মূলধারায় সংযুক্ত করার লক্ষ্যে কাজ করছে।

সভায় ক্রিলিকের অগ্রগতি প্রতিবেদন, ক্লাইমেট রেজিলিয়েন্ট টুলস (সিআরটি) বিষয়ক উপস্থাপনা এবং অ্যানুয়াল অ্যাডাপটেশন অ্যাওয়ার্ড প্রদানের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন- এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিক পরিচালক মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল বাছেদ মোহাম্মদ রেজাউল বারী, মো. আখতার হোসেন, মো. বেলাল হুসাইন, সৈয়দ শফিকুল ইসলাম, সৈয়দা আসমা খাতুন, আবু সালেহ মো. হানিফ, ক্রিম প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, নির্বাহী প্রকৌশলী মো. লতিফ হোসেন, মোহাম্মদ শফিউল্লাহ, সিনিয়র সহকারী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সাদিয়া শারমীন, মো. সাদ্দাম হোসেন, সহকারী প্রকৌশলী আফিফা সুলতানা প্রীতুল, অর্পণ পাল, আইডিসি-ক্রিলিক টিম লিডার ডান বুম এবং অন্যান্য পরামর্শকবৃন্দ।

সভায় অংশগ্রহণকারীরা ক্রিলিকের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!