Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫,

শাহবাগ থেকে নার্সিং শিক্ষার্থীদের সরিয়ে দিলো পুলিশ

আমার সংবাদ ধর্ম ডেস্ক

মে ১৫, ২০২৫, ১২:০০ এএম


শাহবাগ থেকে নার্সিং শিক্ষার্থীদের সরিয়ে দিলো পুলিশ

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ। এতে যান চলাচল স্বাভাবিক হয়ে উঠতে শুরু করেছে। আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নিয়েছেন। 

এর আগে, প্রায় ৬ ঘণ্টা শাহবাগের যান চলাচল বন্ধ করে আন্দোলন করে তারা। 

বুধবার রাত ৯টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা তাদের সরিয়ে দিতে গেলে শিক্ষার্থীরা কিছুটা প্রতিরোধ করে। পরে পুলিশের লাঠিচার্জ করলে তারা সরে যায়।

পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। যাদের মধ্যে তিনজন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৯টার দিকে পুলিশ আন্দোলন কারীদের মাঝে ঢুকে পরে। আন্দোলনকারীদের সড়ক ছাড়তে বললে তারা পুলিশের কাছে ১০ মিনিট সময় চায়। কিন্তু পুলিশ তাদের সময় না দিয়েই ধাওয়া দেয়। এসময় কয়েকজনকে লাঠিচার্জ করলে আহত হয়।

ইএইচ

Link copied!