Amar Sangbad
ঢাকা রবিবার, ১৮ মে, ২০২৫,

রেলওয়ে পুলিশের জালনোট বিরোধী অভিযানে গ্রেপ্তার ১

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৭, ২০২৫, ০৭:৩২ পিএম


রেলওয়ে পুলিশের জালনোট বিরোধী অভিযানে গ্রেপ্তার ১

কিশোরগঞ্জে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে জাল নোট চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে ১০০০ টাকার ছয়টি এবং ৫০০ টাকার দুটি জাল নোট উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশ মানিকখালী রেলওয়ে স্টেশন এলাকা থেকে মো. আতিকুর রহমান (৩২) নামের ওই ব্যক্তিকে আটক করে। 

তিনি ‘জাল টাকা ও জাল টাকার ডিলার পয়েন্ট’ নামের একটি ফেসবুক পেজের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতিকুর রহমান স্বীকার করেন, তিনি প্রায় এক বছর ধরে জাল টাকা ব্যবসার সঙ্গে জড়িত। তিনি কুমিল্লা শহরের চকবাজার এলাকার এক ব্যক্তির কাছ থেকে ১২,৫০০ টাকার বিনিময়ে ৫০,০০০ টাকার সমপরিমাণ জাল নোট সংগ্রহ করতেন এবং তা সন্ধ্যার পর দোকানগুলোতে আসল টাকার সঙ্গে মিশিয়ে খুচরা কেনাকাটার মাধ্যমে বাজারে ছাড়তেন।

রেলওয়ে পুলিশ জানায়, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপের মাধ্যমে জাল নোট বিক্রির বিজ্ঞাপন প্রচার করত। এরপর আগ্রহী ব্যক্তিরা নির্ধারিত স্থানে গিয়ে অর্থের বিনিময়ে জাল নোট সংগ্রহ করতেন।

ঘটনার বিষয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জাল নোট চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ইএইচ

Link copied!