Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪,

সারারাত অগ্নিদগ্ধের পাশে ছিল আরিফ, বাসায় ফিরে শুনে বাবা বেচে নেই!

সীরাত মঞ্জুর

জুন ৫, ২০২২, ০২:১২ পিএম


সারারাত অগ্নিদগ্ধের পাশে ছিল  আরিফ, বাসায় ফিরে শুনে বাবা বেচে নেই!

সারারাত চট্টগ্রাম মেডিকেলের অসহায় মানুষদের পাশে কাজ করেছেন। অনেক হাসি উজ্জ্বল ও উদ্দীপনা নিয়ে ছেলেটা বাসায় ফিরেছেন। বাসায় ফিরে শুনেন তার নিজের বাবা ইন্তেকাল করেছে।

এমন ঘটনার মুখোমুখি হয়েছেন সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় আহত রোগীদের জন্য রক্ত সংগ্রহ করে দেয়া এক সেচ্ছাসেবী মোহাম্মদ আরিফ উদ্দিন।

জানা যায়, বিস্ফোরণ হওয়ার পর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আগত আহত রোগীদের পাশে ছিলেন আরিফ। কখনো ছুটেছেন রক্তের জন্য আবার কখনো বা ঔষধ নিয়ে।

ফেসবুকে ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যায়, একটা টেবিলের সামনে দাঁড়িয়ে সাদা কাগজে লিখছেন ‘রক্তের প্রয়োজন হলে..’

সেই সেচ্ছাসেবী সকাল ৮টার দিকে তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘আব্বু রাতেও পরিবারের সকলের সাথে হাসিখুশিতে কথা বলেছেন। অনেকক্ষণ কথা শেষে বলেছিলেন ঘুমোতে যাবেন। এই ঘুম যে শেষ ঘুম হবে এটা কারো কল্পনায়ও ছিলো না।

ওমানে বাংলাদেশ সময় ৪ টায় আব্বুর হার্ট অ্যাটাক হয়। হাসপাতালের পথে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।

আব্বুকে দেশে আনতে ২/৩ দিন সময় লাগবে। জানাযার সময় জানিয়ে দিব ইনশাআল্লাহ।’

ইএফ

Link copied!