Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ জুলাই, ২০২২, ২২ আষাঢ় ১৪২৯

ফরিদপুরে ব্যাগে মিলল নবজাতকের লাশ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

জুন ২৩, ২০২২, ০৭:২১ পিএম


ফরিদপুরে ব্যাগে মিলল নবজাতকের লাশ

ফরিদপুর শহরের বাইপাস সড়কের পাশে আলালপুরের একটি বাগানে ফেলে রাখা নবজাতকের লাশ উদ্ধার করা হয়ছে।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে কোতোয়ালি থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

আলালপুর গ্রামের রানা মন্ডল নামে এক যুবক জানান, সকাল ১১ টার দিকে স্থানীয় একজন ভ্যানচালক প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই বাগানে যান। এসময় বাগানের মধ্যে সে ব্যাগটি দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে জানান। ওই ব্যাগ হতে নবজাতকের একটি পা বের করা ছিল। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানায়।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ব্যাগটি খুলে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। এরপর লাশটি থানায় নিয়ে এসে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 আমারসংবাদ/এআই