Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

বাকেরগঞ্জের ইউএনও‍‍`র মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

  বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

  বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

জুন ২৭, ২০২২, ০৫:০৯ পিএম


বাকেরগঞ্জের ইউএনও‍‍`র মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সজল চন্দ্র শীলের অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের মোবাইল ফোন, কম্পিউটার ও ল্যাপটপ দেয়ার নাম করে একটি প্রতারক চক্র তাদের নিকট টাকা দাবি করে ফোন করছে। 

সোমবার (২৭ জুন) সকাল থেকে ওই প্রতারক চক্রটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিকট ফোন করে টাকা দাবি করে।

সোমবার সকালেই এ ঘটনায় সতর্ক থাকতে উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল তার অফিসিয়াল ফেসবুক আইডি ‘ইউএনও বাকেরগঞ্জ সজল’ থেকে একটি সতর্কীকরণ পোস্ট দিয়েছেন। 

এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন। এছাড়া তিনি বাকেরগঞ্জ থানার ওসির কাছে এ ঘটনা মৌখিকভাবে জানিয়েছেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল সাংবাদিকদের জানান, সোমবার সকালে কয়েকজন প্রধান শিক্ষক তাকে ফোন করে বিষয়টি জানিয়েছেন। 

তারপর তিনি নিশ্চিত হন যে, তার মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে। তবে এ বিষয়ে তিনি সকলকে সতর্ক থাকার অনুরোধ জানান।

আমারসংবাদ/এআই 

Link copied!