Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

সহপাঠীদের অশ্রুতে ঢাবি ক্যাম্পাস থেকে সোহাদের বিদায়

ঢাবি প্রতিনিধি:

ঢাবি প্রতিনিধি:

এপ্রিল ২৩, ২০২৪, ০৪:২৩ পিএম


সহপাঠীদের অশ্রুতে ঢাবি ক্যাম্পাস থেকে সোহাদের বিদায়

বন্ধু এবং সহপাঠীদের অশ্রুতে ঢাবি ক্যাম্পাস থেকে বিদায় নিলো সুইমিং-পুলে নিহত দর্শন বিভাগের ছাত্র সোহাদের মরদেহ।

আজ ২৩ এপ্রিল মঙ্গলবার জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে শেষে তার মরদেহ গ্রামের বাড়ি বগুড়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এ সময় তার সহপাঠী এবং বন্ধুরা কান্নায় ভেঙে পড়ে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে গতকাল ২২ এপ্রিল সোমবার দুপুরে সাঁতার কাটার সময় দর্শন বিভাগের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষের শিক্ষার্থী মো. সোহাদ হক জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ মর্গে রাখা হয়।

আজ ২৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সোহাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব ডঃ সৈয়দ এমদাদুল হক।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলতি দায়িত্বপ্রাপ্ত ভিসি অধ্যাপক ডক্টর মুহাম্মদ সামাদ, প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদুর রহমান, হাজী মুহম্মাদ মুহসীন হলের প্রভোস্ট, হলের আবাসিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন ‌। জানাজায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ সম্পাদক মোঃ মীর আল আমিন, হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হোসেন, দর্শন বিভাগের ছাত্রসহ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

জানাজার নামাজের আগে নিহত সোহাদের মামা মিজানুর রহমান পরিবারের পক্ষে বক্তব্য রাখেন।
জানাজার নামাজ শেষে সোহাদের মরদেহ গ্রামের বাড়ি বগুড়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় সহপাঠী এবং বন্ধুরা কান্নায় ভেঙে পড়ে। এ সময় হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

বিআরইউ

Link copied!