Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

পদ্মা সেতুতে সিলিন্ডারবাহী ট্রাক উল্টে নিহত ২

আব্দুল কাইয়ুম

জুলাই ১৮, ২০২২, ১২:০০ এএম


পদ্মা সেতুতে সিলিন্ডারবাহী ট্রাক উল্টে নিহত ২

পদ্মা সেতুতে সিলিন্ডারবাহী একটি ট্রাক উল্টে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। 

রোববার (১৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সেতুর ১৭ নম্বর পিলারের কাছাকাছি একটি সিলিন্ডারবোঝাই মিনি ট্রাক উল্টে যায়।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আলমগীর বলেছেন, তিন টনের একটি ছোট ট্রাকে গ্যাস সিলিন্ডার নেওয়া হচ্ছিল। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর মাঝামাঝিতে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর সেতুতে ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

গত ২৬ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ওই দিনই পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় পুরান ঢাকার দুই তরুণের মৃত্যু হয়। এরপর পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়।

ইএফ

Link copied!